ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের
মাগুরায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের এক শিশুর সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কে এই আদেশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রায় দেন। শিশুটির বিষয়ে সংবাদ প্রকাশ আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি আদালতের কাছে শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আজই নির্দেশনা দেন।
শিশুটির মা এ ঘটনায় মামলা করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে, তার বড় মেয়ের স্বামীর সহযোগিতায় তার শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য শিশুটিকে হত্যার চেষ্টাও করা হয়। মামলায় অভিযুক্ত হিসেবে বড় মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের আগেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।
মামলার এজাহারে বলা হয়েছে, চার মাস আগে শিশুটির বড় বোন বিয়ে করেন এবং বিয়ের পর থেকেই তার শ্বশুর অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এরপর ১ মার্চ শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে ৫ মার্চ গভীর রাতে তাকে ধর্ষণ করা হয়। শিশুটি তার বড় বোনকে ঘটনার বিবরণ জানায়, কিন্তু তখন কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি। পরের দিন সকালে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ভিন্নভাবে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করা হয়। তবে চিকিৎসক ও অন্যান্য ব্যক্তিরা সন্দেহ প্রকাশ করলে পরিবারের সদস্যরা পালিয়ে যান।
এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও সাধারণ মানুষ। হাইকোর্টের নির্দেশনার ফলে ভুক্তভোগীর পরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।