ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, যারা ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ নিধনের উদ্দেশ্যে গিয়েছিলেন, তারা ভুল জায়গায় গিয়েছেন।
কারণ, সেখানে এখন আর আওয়ামী লীগের কোনো শক্ত ঘাঁটি নেই।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আপনারা ধানমন্ডি ৩২ যতই গুড়িয়ে দেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে, তারা সেটি আবার গড়ে তুলবে। কিন্তু আওয়ামী লীগ এখন কোথায়? তারা সচিবালয়ে, প্রশাসনে, সেনাবাহিনীর ভেতরে, মিডিয়ায় এবং তাদের গঠিত ব্যবসায়ী গোষ্ঠীর হাতে।”
তিনি আরও বলেন, যদি সত্যিকারের পরিবর্তন আনতে হয় এবং আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূল করতে হয়, তাহলে কেবল প্রতীকী স্থান ভাঙচুর করলে হবে না। “আমাদের হয়তো এখন ‘মার্চ টু সচিবালয়’ এবং ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি নিতে হবে, যাতে সরকার বাধ্য হয় তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে।”
বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, “ফ্যাসিবাদ নির্মূলে শক্তিশালী উদ্যোগ নিতে হবে, যাতে বিপ্লব সফল হয় এবং মাঠে মারা না যায়। এজন্য বিপ্লবীদের নিয়ে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে।”