উজ্জ্বল শুরু, শক্ত ভিত—সবই ছিল লাহোর কালান্দার্সের। কিন্তু প্রকৃতির বাধায় সব কিছু থেমে গেল মাঝপথে। ধুলো ঝড় আর পরে টানা বৃষ্টির কারণে মাঠে আর গড়ায়নি ম্যাচ, তাই আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে রিশাদ হোসেনদের।
লাহোরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কালান্দার্স। শুরুতেই ফখর জামানকে হারালেও দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাইম ও আব্দুল্লাহ শফিক গড়েন দুর্দান্ত ১০১ রানের জুটি। নাইম শুরুতেই ছক্কা ও চার হাঁকিয়ে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন। শফিকও সঙ্গ দেন সমানতালে। পাওয়ারপ্লেতে দল তুলে ফেলে ৬৭ রান।
শফিক ২৯ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং ৩২ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত ছিলেন বৃষ্টির আগে। অন্যদিকে, নাইম ৩০ বলে ফিফটি করে সাজঘরে ফেরেন আবরার আহমেদের বলে। এরপর ড্যারিল মিচেল এসে ৪ বলে মাত্র ৩ রান করেই ফিরে যান, তিনিও আউট হন আবরারের বলে। দলীয় সংগ্রহ তখন ১১১।
মিচেলের বিদায়ের পরই লাহোরে শুরু হয় তীব্র ধুলো ঝড়। প্রচণ্ড বাতাসে খেলা স্থগিত করতে বাধ্য হন আম্পায়াররা। ঝড় থামার পর আবারও শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি, যা থামেনি রাত ১১টা পর্যন্ত। ফলে খেলা আর শুরু করা সম্ভব হয়নি এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
প্রথম ইনিংসে ভালো শুরু করেও ম্যাচ না হওয়ায় হতাশ লাহোরের খেলোয়াড় ও সমর্থকেরা।