উজান থেকে নেমে আসা পানিতে বিপদসীমা অতিক্রম করেছে নওগাঁর ছোট যমুনা নদীর পানি। একই সঙ্গে বেড়েছে আত্রাই নদীর পানি।
বুধবার (১০ জুলাই) সকালে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কাছে বিষয়টি জানা যায়।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় ছোট যমুনা নদীর শহরের লিটন ব্রিজ পয়েন্ট ১৩ দশমিক ৮৫ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, আত্রাই নদীর জোতবাজার পয়েন্ট বিপদসীমার দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর শিমুলতলী অংশ ১৯ দশমিক ৮০ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার ১ দশমিক ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, পানি বাড়ছে, সঙ্গে আমাদের সচেতনতা বৃদ্ধির কাজও চলমান রয়েছে। যেসব মানুষ নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান বলেন, জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে আত্রাই এবং মান্দা উপজেলার নদীর সবগুলো পয়েন্ট পরিদর্শন করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিন রাত সজাগ রয়েছেন। এখন পর্যন্ত নওগাঁ অংশের বাঁধগুলো ভালো আছে। এবং নদীর পানি দ্রুত নেমে যাচ্ছে। নিয়মিত তদারকির কাজ করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরিফুল ইসলাম রনক
নওগাঁ