জাতীয় যুব দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা যুব ভবনের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
অনুষ্ঠানে নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ জাবেদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন।
আলোচনা সভা শেষে ১৮০ জন উদ্দোক্তাকে ৯১ লক্ষ টাকার যুবঋনের চেক প্রদান করেন।