নওগাঁয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ইথেন এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
শনিবার (৬ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইথেন এন্টারপ্রাইজ লিমিটেড এই সংবর্ধনার আয়োজন করে।
ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধকারী এফবিসিসিআই এর পরিচালক সিআইপি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন এমপি, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হক কমল ও জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী।
নওগাঁ-৫ আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সবসময় উদ্দোক্তা হতে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিজের বিবেককে কাজে লাগিয়ে মানব সেবায় আত্ননিয়োগের আহবান জানান।
পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৬০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কৃতিশিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম রনক
নওগাঁ।