বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন নওগাঁ শাখার উদ্যোগে আমরণ অনশনের দ্বিতীয় দিন চলছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে নকল নবিশদের চাকুরি জাতিয়করনের দাবিতে সারাদেশের ন্যায় নওগাঁ জেলা রেজিস্টার অফিস প্রাঙ্গনে আমরন অনশন করছেন জেলার নকল নবিশরা।
তারা মাথা ও শরিরে কাফনের কাপড় পরে অনির্দিষ্টকালের জন্য আমরন অনশনে অংশগ্রহণ করেন। এতে সাধারণ জনগন নকল তুলতে না পেরে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।
অনশনে কাফনের কাপড় পরে এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন নওগাঁ সদর উপজেলার সাধারণ সম্পাদক মো: লোকমান হাকিম জানান, একটানা ৩৭ দিন ধরে সারাদেশে নকল নবিশদের কলম বিরতি চলছে। সাথে দুইদিন ধরে আমরা আমরন অনশনে আছি। এতে সাধারণ জনগন নকল তুলতে পারছে না। সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। নামজারির কাজ স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন মামলায় দলিল সংক্রান্ত প্রামানাদি উপস্থাপন না করতে পারায় ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগন। তাই কর্তৃপক্ষের নিকট আমাদের জোরালো দাবি দূত আমাদের চাকুরী জাতিয়করনের দাবি মেনে নিয়ে জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করুন।
আমরন অনশনে উপজেলা শাখার সভাপতি মো: নাছিম উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হাকিম ও আবুল কালাম আজাদসহ সকল সদস্য উপস্তিত ছিলেন।