বৃহস্পতিবার (২০ জুন ২০২৪) নওগাঁ শহরের আড্ডায় ক্যাফে রেস্টুরেন্টে নারী রক্তদাতা ও মেধাবী মেয়েদের নিয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওগাঁ ব্লাড সার্কেল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী মুক্তিযোদ্ধা আফরোজা মামুন এবং নারী উদ্যোক্তা তাসলিমা ফেরদৌস।
অনুষ্ঠানে এবছর নওগাঁ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত মেয়েদের সম্মাননা প্রদান করা হয়। নারী মুক্তিযোদ্ধা আফরোজা মামুনকে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা।
সহকারী অধ্যাপক রেশমা পারভীন বলেন, “নওগাঁকে দশ বছর পর আমরা আরো উন্নত দেখতে চাই। সেই উন্নয়নের আন্দোলনে অংশ নিতে হবে আমাদের নিজেদেরই। আমরা এক হয়ে কাজ করলেই গড়ে উঠবে এই শহর।”