আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধিঃ বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তির আওতায়, তারুন্য নির্ভর, শোষন্মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানসহ বিভিন্ন বিষয়ে জনসাধারনকে উদবুদ্ধ ও সম্পৃক্ত করনের জন্য রানীনগরে নারী সমাবেষ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মে) বিকেলে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের মধুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল গফুর প্রাং, কালিগ্রাম ইউনিয়ন সদস্য মো. হেলাল উদ্দিন সরদার।
এ সময় শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় উদবুদ্ধকরণ সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়।