আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা শীর্ষক শিক্ষক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মমিন। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ব্যাক্তিগত কর্মকর্তা মোজাহার উল আলমসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা।
শিক্ষক সম্মেলন পৌর সভার ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।