নওগাঁর সদর উপজেলার ইয়াদ আলী মোড়ের সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী মো. রফিক (৩৭)কে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে বগুড়া জেলার আদমদীঘি থানার ঢাকা রোডের পূর্বমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১১ নভেম্বর) র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত রফিক নওগাঁ সদর উপজেলার সাহাপুর মাস্টারপাড়া এলাকার আব্দুস ছাত্তার ওরফে ছাতু মেম্বারের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২ নভেম্বর শনিবার রাতে নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় নামক এলাকায় আব্দুল মজিদ ও তার দুই ভাই কাবিল হোসেন এবং শফিকুল ইসলামের উপর রফিকসহ মোহাম্মদ আলী ও মিলন মোটরসাইকেলে এসে উপস্থিত হয়ে রফিকের নেতৃত্বে মোহাম্মদ আলী আব্দুল মজিদকে দেখামাত্রই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এবং রফিকসহ অন্যান্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল মজিদ ও তার ভাইদের উপর আক্রমণ চালায়ে পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাবার পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সন্ত্রাসী হামলার ঘটনায় আহতদের ভাই বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করে।