নওগাঁর রাণীনগরে ১০ বছরের মেয়ে কুহিলীকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে কোরবান আলী (৩৬)নামে বাবা-মেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকের ব্রিজ রেলগেটের পাশে এ ঘটনা ঘটে।
নিহত দুজন রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামের বাসিন্দা। কোরবান আলী বাকপ্রতিবন্ধী ছিলেন। তিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন। চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোরবান মেয়েকে নিয়ে সকাল ৯টার দিকে চকের ব্রিজ এলাকায় রেল লাইনের পাশে ঘুরাঘুরি করছিল। সকাল সাড়ে ৯ টার সময় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চকের ব্রিজ এলাকা অতিক্রম করার সময় কোরবান আলী হঠাৎ করে মেয়ের দুই হাতে চেপে ধরে ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।
নিহত কোরবান আলীর ভাতিজা মোমিনুল ইসলাম বলেন, সকাল ৮টায় কোরবান রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সাড়ে ১০টার দিকে জানতে পারি চকের ব্রিজ এলাকায় রেল লাইনের উপড় তাদের দ্বিখন্ডিত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সেখানে গিয়ে বাবা-মেয়ের লাশ শনাক্ত করি।
স্থানীয় এবং কোরবানের স্বজনরা জানান, স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে কোরবানের পারিবারিক কলহ চলে আসছিলো এবং কয়েকদিন আগে মেয়েকে রেখে তার স্ত্রী বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে সে খবর পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে কোরবানীর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। এর জেরেই কোরবান মেয়েকে নিয়ে এক সাথে আত্মহত্যা করে থাকতে পারে।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে সান্তাহার জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার সম্পন্ন জিআরপি পুলিশের দায়িত্ব।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে স্থানান্তর করা হবে।
রনক//বিএন