নওগাঁয় সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলন মিছিলের সময় ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই)বেলা ১২ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের পাশে কাঁচাবাজার রাস্তার এ ঘটনা ঘটে।
এসময় বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে শহরের গোস্থাটির মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে এগোতে থাকলে জেলা ছাত্রলীগের কর্মীরা তাদের মারধোর করে মিছিল থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুল ইসলাম বলে, কোটা প্রথা সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা স্কুলের কিছু শিক্ষার্থী হাট-নওগাঁ স্কুল থেকে শান্তিপূর্ণভাবে মিছিল বের করে। মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাত্রলীগ তাদের ওপর চড়াও হয়। এতে অন্তত ১০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার আহত শিক্ষার্থীদের দেখতে নওগাঁ জেনারেল হাসপাতালে যান জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক ও সদস্য সচিব বায়েজিদ হোসেন। এ সময় তাদের সাথে বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আবু বক্কর সিদ্দিক বলেন, ন্যায্য একটা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মতো গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়েছে সরকার। নওগাঁয় আজকে যে হামলা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত। আহতদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই কঠিন সময়ে শিক্ষার্থীদের পাশে রয়েছে বিএনপি।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম তবে কেনো ছাত্রলীগ তাদের উপর হামলা করবে।