(১১ মার্চ) লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে অস্কারের মঞ্চে সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়েই এক অদ্ভুদ কাণ্ড করেছেন জন সিনা। মূলত অস্কার পুরস্কার মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই নগ্ন অবস্থায় মঞ্চে আসেন জন সিনা। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাপড়! এরপর থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় তার এই ছবি।
মঞ্চে উঠেই কিছুক্ষণ পর জন বলেন, ‘পুরুষের শরীর কোনো রসিকতা নয়!
মজা করে জন আরও বলেন যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন। এ সময় অট্টহাসিতে ফেটে পড়েন দর্শকরা।
মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এ সময় মঞ্চে উপস্থিত উপস্থাপক জিমি কিমেল বলেন ‘আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ!’