রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের। চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শেষ দিন বাংলাদেশ জাতীয় জাদুঘরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘নজরুল পদক-২০২৪’ প্রদান করা হয় এবং সমাপনী অনুষ্ঠান পালিত হয়।
২জুন (রবিবার ) বিকেল সাড়ে ৪টায় ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তারা পদকপ্রাপ্তদের উত্তরীয় পড়িয়ে তুলে দেন ‘নজরুল পদক-২০২৪’।
পদকপ্রাপ্তরা হলেন- নজরুল সংগীতে সঙ্গীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ। ড. গুলশান আরা কাজী বিদেশে অবস্থান করায় তার পক্ষে পদক গ্রহণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সেইসাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খিলখিল কাজী (নজরুল পৌত্রি)।
প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল আবদুল নাসের চৌধুরী নজরুল সঙ্গীতে অবদান এবং প্রিয় কবির সৃষ্টি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানায় এবং বলেন এমন গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নজরুল জন্ম জয়ন্তীকে প্রথমবারের মতো ঢাকায় জাতীয়ভাবে তুলে ধরতে পারায় এটি নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক বলে জানান এবং এই আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল নাতনি খিলখিল কাজী এবং পদকপ্রাপ্তরা। তারা তাদের বক্তব্যে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা তুলে ধরেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল বিশ্ববিদ্যালয়কেও আন্তর্জাতিকভাবে তুলে ধরেছেন।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি