জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনির্মিত কলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ ২০২৫, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ভবনটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “এই ভবন উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের স্থান সংকট অনেকাংশে নিরসন হবে। কলা ভবনের কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষকদের কার্যক্রমে গতিশীলতা আসবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, দোলন-চাঁপা হলের প্রভোস্ট লাইলী আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, দশতলা বিশিষ্ট এই দৃষ্টিনন্দন কলা ভবন নির্মিত হয়েছে দশ তলা ভীতের উপর। প্রতিটি ফ্লোরে পাঁচটি করে ক্লাসরুম রয়েছে। “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।