জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির।
“নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” প্রতিপাদ্যে সোমবার (১৪ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর এক মিলনমেলায়।
সকাল ১০:৩০টায় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উদ্বোধন করেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ঘুরে বেড়ায় পুরো ক্যাম্পাস। বাদ্যের তালে, বৈশাখী সাজে সজ্জিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং নানা বয়সী মানুষ মুখোশ, চরকি, টেপা পুতুল ও পাখির প্রতিকৃতি হাতে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে সকাল ১১:৩০টায় উদ্বোধন করা হয় বৈশাখী মেলার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও স্থানীয় প্রতিষ্ঠানের মোট ২৬টি স্টল নিয়ে জমে ওঠে মেলা প্রাঙ্গণ।
এরপর দুপুর ১২:০০টায় ‘গাহি সাম্যের গান’ মঞ্চে শুরু হয় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ও সন্ধ্যা পর্যন্ত চলা পরিবেশনায় ছিল বাঙালির লোকজ সংস্কৃতির বাহারি রূপ—বৈশাখের গান, লোকগান ও লোকনৃত্য, যা মঞ্চে পরিবেশিত হয় সন্ধ্যা ৭:০০টা থেকে।
রাত ৮:৩০টায় পরিবেশিত হয় লোকজ নাট্যধারার জনপ্রিয় কাহিনি “রূপবান সুন্দরীর কেচ্ছাপালা”—যা অনুষ্ঠানে যোগ করে এক ঐতিহ্যবাহী মাত্রা।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন, “বাঙালির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই নববর্ষ। এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলা এবং ঐক্যের অনুপম উদাহরণ।”
বর্ষবরণ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান এবং বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), চারুকলা বিভাগের প্রধান ও কমিটির সদস্য-সচিব নগরবাসী বর্মনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
সারাদিনের আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় ছিল এক আনন্দঘন ও সংস্কৃতিময় আবহে ভরপুর।