জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে ১৩ তম দিনেও আন্দোলন চলমান রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলরত শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মার্চ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১০) ধারায় অধিকারপ্রাপ্ত ক্ষমতাবলে মাননীয় উপাচার্য কর্তৃক পরবর্তী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব রেজুয়ান আহমেদ শুভ্র এবং একই বিভাগের সহকারী অধ্যাপক জনাব সার্জন সাহাকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটি প্রদান করা হলো। একইসাথে জনাব রেজুয়ান আহমেদ শুভ্রকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবা মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সার্জন সাহা এবং রেজুয়ান আহমেদ শুভ্রকে বহিস্কার না করে ছুটি প্রদান করায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উত্তপ্ত করে তোলে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সেইসাথে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবরুদ্ধ করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রক্টর কার্যালয়, বিশ্ববিদ্যালয়স্থ ব্যাংক এবং বিভিন্ন একাডেমিক ভবনেও তালা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
প্রশাসনিক ভবনে অবরুদ্ধ উপাচার্যের সাথে কথোপকথনের একপর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে যায়। সেখানে টায়ারে আগুন লাগিয়ে রাস্তা বন্ধ করে রাখেন। এতে জড়ো হয় আরো মানুষসহ পুলিশ ও।
আন্দোলনকারী শিক্ষার্থী ফারাবী বলেন, আমরা আমাদের দাবিতে অটল থাকবো। যদি আজকের মধ্যে স্থায়ী বহিষ্কার না হয় তাহলে আমাদের রক্তের ওপর পা দিয়ে আপনাদের যেতে হবে। আমরা আমাদের অবস্থানে এক চুল ছাড় দেব না।
ঘন্টাখানেক পর উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের বলেন, আমি তোমাদের প্রতিনিধি।আমি তোমাদের শিক্ষক, তোমাদের উপাচার্য। আগামীকাল আমরা জরুরি সিন্ডিকেট ডেকেছি। সেখানে আমি শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করবো। তোমরা আমাকে জানিয়েছো, বলেছো। আমি আগামীকাল সিন্ডিকেটে এগুলো তুলে ধরবো। তোমরা যা চাচ্ছো তাই হবে। আমার উপর আস্থা রাখো।
উপাচার্যের এই আস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।