জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের চা দোকানে চা খাওয়া নিয়ে বাকবিতণ্ডা ও উত্তেজনার এক ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দোকানদার সালাম ও স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর এই হামলা চালায়। আহত শিক্ষার্থীরা হলেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. নয়ন, আবদুল কাদির জিলানী, মো. সাবের ও মানিক কুমার বিশ্বাস।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের বরাতে জানা যায়, নয়ন ও তার সঙ্গীরা সালামের দোকানে রং চা চাইলে তা না থাকায় লিকার চা নেন। পরে পাশের দোকান থেকে অন্য জিনিশপত্র কিনে এলে সালাম তাদের দোকান ছাড়তে বলেন। দোকান ছাড়তে নয়নের আপত্তিতেই শুরু হয় হামলা।
নয়ন জানান, “লিকার চা দেওয়ার কথা বলে আমরা পাশের দোকান থেকে চিপস কিনে ফিরে এসে বসলে দোকানদার আমাদের তাড়ানোর চেষ্টা করেন। আমি প্রতিবাদ করতেই তিনি ধাক্কা মেরে দোকানের ভেতরে টেনে নেন। তখন আশপাশের কয়েকজন শাটার বন্ধ করে আমাদের মারতে শুরু করে।” উত্তপ্ত পরিস্থিতিতে নয়নের এক বড় ভাই এগিয়ে এলে দোকানদার লাঠি হাতে তাদের ওপর চড়াও হন
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে সহকারী প্রক্টর নাজমুল হাসান বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা স্থানীয় পুলিশ, ইউএনও ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা দায়ের করবে।”
ইতিমধ্যে সালামের দোকানসহ আশপাশের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য নিরাপত্তা জোরদার করা হবে।