জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের ‘মানহানির’ প্রতিবাদে বিক্ষোভ করেছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলে শিক্ষার্থীরা “শিক্ষকদের সম্মান দাও, নইলে পড়া ছেড়ে দাও”, “সাইফুল স্যারের সম্মানহানি, মানি না-মানবো না”, “হুদা স্যার, সাইফুল স্যার, পরেরবার কোন স্যার?”, “তদন্ত ছাড়া সিদ্ধান্ত, মানি না-মানবো না”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং ভবনে তালা দিয়ে তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যায়। তাদের দাবিসমূহ ছিল:
১. বিদ্রোহী হল প্রভোস্টের সম্মানহানির সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
২. তদন্ত ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্যারের বিরুদ্ধে নেওয়া সকল ধরনের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৩. যে সকল অনলাইন পেজ ও গ্রুপ মুষ্টিমেয় শিক্ষার্থীকে উস্কে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “আমি ইতোমধ্যেই কিছু শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। আপনারাও অভিযোগ দিন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করে।
এর আগে, বুধবার (১২ মার্চ) বিদ্রোহী হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্নের আগেই সিট বাতিল ও শিক্ষার্থী অপমানের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত ইফতার কর্মসূচি বয়কট করে। পরে বিদ্রোহী হলের সামনে বিক্ষোভ শুরু করে এবং মিছিল নিয়ে গেস্ট হাউজের সামনে অবস্থান নিয়ে চার দফা দাবিতে আন্দোলন করে।