মোছা : জান্নাতুল ফেরদৌস, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজকেস ২০২৫’। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম জনি, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদুর রহমান এবং স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইবনুল হায়দার নকিব।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রিজমইয়ারপি’র প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ এফ. হাসান রাসেল, ডিভাইন আইটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর; ট্রেন্ডস বার্ড লিমিটেডের সিইও তানজিল আবেদীন এবং এসআর ড্রিম আইটির টেকনিকাল টিম ডিরেক্টর রায়হান ইসলাম।
প্রতিযোগিতায় সারাদেশের ৫৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ২৭০টির বেশি দল অংশগ্রহণ করে। তিন ধাপে অনুষ্ঠিত হয় মূল প্রতিযোগিতা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘Dumplings’ বিজয়ী হয়, আইবিএ-জাহাঙ্গীরনগরের ‘Freak Fein’ প্রথম রানার্সআপ এবং নর্থ সাউথের আরেক দল ‘Canto Manto’ দ্বিতীয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়।
আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিল এসআর ড্রিম আইটি (পাওয়ারড বাই স্পন্সর), মন্য সিরামিক ও ডাটা সলিউশন-৩৬০ (সহযোগী স্পন্সর)। মিডিয়া ও পার্টনার হিসেবে যুক্ত ছিল ২০টিরও বেশি প্রতিষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য—সমকাল (নিউজ পার্টনার), ওয়ানব্রেইন এআই (এআই পার্টনার), ইউএস-বাংলা এয়ারলাইন্স (ট্রাভেল পার্টনার), নেসকেফে (কফি পার্টনার), স্টার সিনেপ্লেক্স (থিয়েটার পার্টনার), ইনফগ্রাম (ডিজিটাল মিডিয়া), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (প্রিন্ট মিডিয়া), এবং ৯৬.৪ স্পাইস এফএম (রেডিও পার্টনার)।
দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী পর্বে বক্তব্য দেন ক্লাবের বর্তমান সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক মো. ফুয়াদ মোস্তাকিম।
সভাপতি আওয়াল বলেন, “এই আয়োজন সফল করতে যারা অবদান রেখেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। স্কিল ডেভেলপমেন্ট ক্লাবকে সামনের দিনে আরও উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা চাই।”
সাধারণ সম্পাদক ফুয়াদ মোস্তাকিম বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে অভিনন্দন জানিয়ে বলেন, “তাদের এই অর্জন ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
প্রসঙ্গত, ‘টাইম টু মুভ’ স্লোগানে ২০১৮ সালের ১৩ মার্চ যাত্রা শুরু করে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি)। বর্তমানে ৪০০-এর অধিক সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে: স্পোকেন ইংলিশ, সিভি রাইটিং, কমিউনিকেশন স্কিল, সফট স্কিল ডেভেলপমেন্ট এবং কূটনৈতিক চর্চা।