জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নবীনবরণ ও নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। “রিক্রুটমেন্ট ২. ০” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন সদস্যদের ক্লাবে অন্তর্ভুক্ত করা হয় এবং ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নূর ই ইব্রাহিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহিম মুনতাসির। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে জয়ন্ত ধর, সহ-সভাপতি হিসেবে সাইদুল আজম খান রাফি, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শামস সিয়াম সবুজ, সাংগঠনিক সম্পাদক হিসেবে সানিয়া আক্তার এবং কোষাধ্যক্ষ হিসেবে শাফিন আহমদ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভাপতি নূর ই ইব্রাহিম আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা এবং ক্লাবের কার্যক্রমকে আরও বিস্তৃত করা। আমরা কর্মশালা, সেমিনার ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়নে কাজ করব।”
সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির বলেন, “আমরা সদস্যদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে চাই। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর আমরা ইনডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং সেশন, বিজনেস কম্পিটিশন এবং উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করব।”
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব ২১ জানুয়ারি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরু থেকেই শিক্ষার্থীদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।