নায়ক সিয়ামের সঙ্গে জুটি বেধে বেশ জনপ্রিয়তা পান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি। পরে সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে জড়ান প্রেমে। যদিও বা তিনি এটাকে গুঞ্জন হিসেবে উড়িয়ে দেন। এবার আসছেন নতুন রূপে। আর এই পরিবর্তনের জন্য বদলে ফেলা হলো ছবির নামও।
খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রেখে আজ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন তিনি।
পূজার পরবর্তী সিনেমা ‘নাকফুল’। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তবে বদলে গেছে সিনেমাটির নাম। চলচ্চিত্রটির নতুন নাম রাখা হয়েছে ‘নাকফুলের কাব্য’। এ প্রসঙ্গে পূজা বলেন, নাকফুল নারীর কাছে একটি বিশেষ অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না এটি। আশা করি ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন দর্শক।