নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আমিন খান অনেকদিন যাবৎ রয়েছেন সিনেমার জগতের বাইরে । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে তাকে দেখা যায় নতুন লুকে।
ভিডিওটির শুরুর দিকে দেখা যায়, আমিন খানকে ডেকে পাঠান বাংলা সিনেমা জগতের লর্ড খ্যাত অভিনেতা ডিপজল।পরে আমিন খান ডিপজলকে অনেকটাই বিরক্তির লুকে বলেন ,এই গরমের মধ্যে কেন আমাকে ডাকা হয়েছে। হাসিমুখে ডিপজল বলেন ,ভাতিজা তোমাকে ডাকলে তুমি আসোই না, বলো বাইরে মেলা গরম । এদিকে ওয়ালটনের এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন গাজীপুরের লোক। পরবর্তীতে ডিপজল টাকা ভর্তি বাক্স আমিন খানকে দেখান এবং গাজীপুরের যে লোক এসি কিনে ১০ লক্ষ পেয়েছে সে টাকা দিতে যান।
ভিডিওটি দেখে নেটিজেনরা বলছেন ,তারা আমিন খানকে আবার সিনেমায় দেখতে চান। হোক নায়কের চরিত্রে কিংবা খলনায়কের চরিত্রে।