ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাসের নতুন শিডিউল প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত এই শিডিউল অনুযায়ী ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে বাস চলাচল করবে।
১১ মার্চ (সোমবার ) বিকালে সরকারি তিতুমীর কলেজের ওয়েবসাইটে কলেজের বাস চলাচল রুটের পরিবর্তিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের পরিবহন পুলের ৯টি বাস নিম্নোক্ত রুটে পবিত্র রমজান উপলক্ষ্যে পরিবর্তিত সময় সূচি অনুযায়ী আগামী ১২ মার্চ (মঙ্গলবার) হতে চলাচল করবে।
বিজ্ঞপ্তিতে ৯টি বাস চলাচলের পরিবর্তিত শিডিউল দেয়া হয়েছে।
০১:
কলেজ বাস ঢাকা মেট্রো-স-১১-০২৯৭ নামের বাসটি টুঙ্গি কলেজ গ্রেট রুট হতে সকাল ৭ :৩০ মিনিটে গাজীপুরা-স্টেশনরোড- আব্দুল্লাহপুর-বিমানবন্দর- খিলক্ষেত-ক্যাম্পাসে উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইবার নাম মো: মিজানুর রহমান এবং হেল্পার নাম সোহাগ- (০১৯২৩২৪৮২৭৬)
০২:
সম্পর্ক ঢাকা মেট্রো-স-১১-০২৩৭ নামের বাসটি সাইনবোর্ড রুট হতে সকাল ৭:১৫ মিনিটে শনির আগড়া-যাত্রাবাড়ি- সায়েদাবাদ-বাসাবো- খিলগাঁও-রামপুরা-লিংকরোড-ক্যাম্পাসে উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইভার নাম মোঃ সুমন হাওলাদার এবং হেল্পার নাম আলামিন (০১৭২৯৯৪৩৩১৯)
০৩
সোনার তরী ঢাকা মেট্রো-স-১৪-০১১১ নামের বাসটি
বাঙলা কলেজ রুট হতে সকাল-৭:২০ মিনিটে মিরপুর-১-মিরপুর-২-মিরপুর-১০-কাজীপাড়া-শেওড়াপাড়া- আগারগাঁও ক্যাম্পাসে উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাসে থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইভার নাম মো: আবুল খায়ের মোল্লা।
০৪:
অগ্নিবীণা ঢাকা মেট্রো-ব-১১-৪১৪৪ নামের বাসটি
আজিমপুর রুট হতে সকাল ৭:৩০ মিনিটে নিউমার্কেট, কলাবাগান, পান্থপথ, ফার্মগেট ক্যাম্পাসে উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইভার নাম মো: সাহাবউদ্দিন এবং হেল্পার নাম রাসেল- (০১৭৩৩৭৩৭৫৫৬)
০৫:
বিআরটিসি ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৫৮ নামের বাসটি
আব্দুল্লাহপুর রুট হতে সকাল ৭ :৩০ মিনিটে কলেজ আজমপুর-বিমানবন্দর-বিরোড-নতুনবাজার-বাড্ডা ক্যাম্পাসের উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইভার নাম মো: নাসির উদ্দীন এবং হেল্পার নাম জনাব মাছুদ মিয়া (০১৭২৪২৬৪৮৩১)
০৬:
চলন্তিকা ঢাকা মেট্রো-স-১১-০৬৩৮
নামের বাসটি গুলিস্তান রুট হতে সকাল ৭:৫০মিনিটে
পল্টন-শাজাহানপুর-খিলগাঁও-আবুল হোটেল-রামপুরা-ক্যাম্পাসে উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইভার নাম মো: শাখাওয়াত হোসেন শামীম এবং হেল্পার নাম আব্দুর রহমান (০১৩১১২৬২০৫৭)
০৭:
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঢাকা মেট্রো-স-১১-০৬৪১ নামের বাসটি সাহেব প্রতাপ মোড় রুট হতে সকাল-৬:৪৫ মিনিটে পাঁচদোনা-মাধবদী-গাউছিয়া-কাঞ্চনব্রীজ যমুনা ফিউচারপার্ক-ক্যাম্পাসে উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইভার নাম মো: কাজী হাবিবুর রহমান এবং হেল্পার নাম নিজাম (০১৮৭৬০৬৪২০৪)
০৮:
অনিন্দ্য-ঢাকা মেট্রো- স-১১-০৬৩৯ নামের বাসটি
মিরপুর সাড়ে এগার রুট হতে সকাল-৭:৪৫ মিনিটে
মিরপুর-১২-সাগুপ্তারোড-ইসিবি-চত্তর-বনানী-ছাত্রীনিবাস-ক্যাম্পাসে উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইভার নাম মো: মহিউদ্দিন হাওলাদার এবং হেল্পার নাম রাজিব চন্দ্র (০১৬৮৪-৫৭০১১৮)
০৯:
সোহার্দ্য-ঢাকা মেট্টো-স-১১-০৬৪০ নামের বাসটি সাভার রেডিও কলোনী রুট হতে সকাল-৭:০০ টায় হেমায়েতপুর-গাবতলি-টেকনিক্যাল-কল্যাণপুর-শ্যামলী ৬০ফিট–ক্যাম্পাসে উদ্দেশ্য ছাড়বে এবং ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে দুপুর ২:৩০ মিনিটে। বাস ড্রাইভার নাম মো: রফিকুল ইসলাম এবং হেল্পার নাম ইকরামুল হক ফকির (০১৮৪৮৪৮২৫৯৩)
উল্লেখ্য, সকল গাড়ির দুই পার্শ্বের প্রথম ১০টি আসন শুধুমাত্র শিক্ষকগণের জন্য সংরক্ষিত থাকবে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরকে পরিবহন পুলের যাতায়াতের সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। যাতায়াতকারী সকলকে তাদের স্ব স্ব স্টপেজের সময়সূচি সংশ্লিষ্ট গাড়ির ড্রাইভার/হেলপারের নিকট থেকে জেনে নেয়ার জন্য বলা হয়েছে ।
প্রসঙ্গত, বাসে চলাকালীন শিক্ষার্থীদের কলেজ পরিচয় পত্র/ভর্তি রশিদ সঙ্গে রাখার জন্য পরমর্শ দেন প্রফেসর ফেরদৌস আরা বেগম ।
মো: শফিক খান
সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি