ইসরায়েলি বিমান হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ও দল হিজবুল্লাহর সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এমতাবস্থায় নতুন হিজবুল্লাহ প্রধান হতে পারেন যিনি, তা নিয়ে উঠেছে নানা গুঞ্জন। আর এতে এগিয়ে রয়েছেন সংগঠনটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন। রয়টার্স।।
কে এই হাশেম সাফিউদ্দিন?
সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। সংগঠনটির রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জিহাদ কাউন্সিলেরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সম্পর্কে প্রয়াত নাসরুল্লাহর চাচাতো ভাই, সাফিউদ্দিন তাঁর মতোই ধর্মীয় পণ্ডিত। তিনিও হাসান নাসরুল্লাহর মতো মাথায় পরিধান করেন ঐতিহ্যবাহী কালো পাগড়ি।
সাফিউদ্দিনের বিষয়ে ইরানি মদদপুষ্ট শিয়া মিলিশিয়াদের ওপর গবেষণা করা বিশেষজ্ঞ ফিলিপ স্মিথ বলেন:
“নাসরুল্লাহ হিজবুল্লাহর বিভিন্ন কাউন্সিলে নানা পদ পেতে সাফিউদ্দিনের জন্য কাজ করছিলেন। তাঁর (নাসরুল্লাহ) মৃত্যুর পর হিজবুল্লাহর ‘সর্বময় কর্তৃত্ব’ হয়তো হাশেম সাফিউদ্দিনের হাতেই যাবে।”
