Home » news » নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের দাবিতে শেখ রাসেল মডেল স্কুলে শিক্ষকের কক্ষে তালা
রেজিষ্ট্রেশনের দাবিতে শিক্ষকদের ভেতরে রেখেই কক্ষে তালা ঝুলিয়ে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীরা। রবিবার (১৭ নভেম্বর) সকালে এঘটনা ঘটে।
শিক্ষার্থীদের দাবি বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ১১ নভেম্বরে রেজিষ্ট্রেশন করানো হবে বলে আশ্বাস দেয়া হয়। কিন্ত হুট করে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সায়েদা দিলরুবা এক অনানুষ্ঠানিক বিজ্ঞপ্তি তে অনিবার্য কারণে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করানো সম্ভবপর হবে না বলে জানান। এবং শিক্ষার্থীদের অন্য কোনো প্রতিষ্ঠান থেকে রেজিষ্ট্রেশন করে নিতে বলেন। শেষ সময়ে এসে অন্য প্রতিষ্ঠানগুলো ও রেজিষ্ট্রেশন নিচ্ছে না।
এ ব্যাপারে শেখ রাসেল মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আফরোজ বলেন, আগে অষ্টম শ্রেণি পাশ করার পর শিক্ষার্থীদের এই স্কুল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজে স্থানান্তর করা হতো। কিন্ত আমাদের ব্যাচকে সেখানে স্থানান্তর না করে এখানেই রেখে দেয়া হয় এবং ল্যাব-লাইব্রেরি প্রতিষ্ঠাসহ বিভিন্ন আশ্বাস দেয়া হয়। এসব কিছু তো পূরন করা হয় ই নি উপরন্তু এখন এসে রেজিষ্ট্রেশন নিয়ে নতুন নাটক করা শুরু করেছে।শেষ মুহুর্তে এসে আমাদের বলছে এখান থেকে রেজিষ্ট্রেশন হবে না আমরা যেনো অন্য কোথাও থেকে রেজিষ্ট্রেশন করে নেই।অন্য কোনো প্রতিষ্ঠান ও এখন রেজিষ্ট্রেশন নিচ্ছে না।এদিকে ২৮ তারিখ রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ।আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে খুবই শঙ্কায় আছি।আমরা চাই শিক্ষকরাই আমাদের রেজিস্ট্রেশন এর দায়িত্ব নিক।
অভিবাবকদের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয় থেকে গত ১১ তারিখে রেজিষ্ট্রেশন করা হবে বলে আশ্বাস দেয়া হয়।কিন্ত হুট করে শেষ মুহুর্তে এসে প্রশাসন রেজিষ্ট্রেশন করানোতে অপারাগতা জানায়। এভাবে শিক্ষকরা এতগুলো বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। রেজিষ্ট্রেশন এর দায়িত্ব টা বিদ্যালয় প্রশাসনই নেওয়ার দাবি জানান ।তারা চাইলে এখান থেকেও রেজিষ্ট্রেশন করিয়ে দিতে পারে নাহলে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে করিয়ে দিক।
বিদ্যালয়ের নবম শ্রেণির গণিত শিক্ষক আব্দুল আলিম বলেন,এসব ব্যাপারে প্রশাসন ই ভালো জানে। শিক্ষার্থীরা আমাদের বললো যে আপনারা ঢুকেন আমরা তালা দেবো ; আমরা ঢুকলাম তারা তালা দিলো।দুর্ভোগ তো হচ্ছেই কিন্ত শিক্ষার্থীদের স্বার্থে এটুকু দুর্ভোগ সহ্য করতে আমরা রাজি আছি।
দীন//বিএন