রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিল নবজাগরণ ফাউন্ডেশন। শনিবার (০২ অক্টোবর) সিরাজী ভবনের ১২৫ কক্ষে ১৪তম ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট এর ২১৬ জন নতুন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আহমেদ সজীব বলেন, যারা পড়াশোনা করে না তাদের ইউরোপ যেতে লাগে ২০ লাখ। আপনি স্কলারশিপ নিয়ে ফ্রিতে যেতে পারবেন। আইএলটিএস দিলে ১০ লাখ। সবসময় টাকার হিসাব না করে মাথা দিয়ে ভাবতে হবে। আমরা ভিডিও গেমস না খেলে প্রতি ইয়ারে একটা করে ভাষা শিখতে পারি। এটা আমাদের স্কিল বাড়াবে। পড়াশোনা শেষ করলে আপনার কাছে সার্টিফিকেট ছাড়া কিছু নেই। তাই স্কিল বাড়াতে হবে। দিনশেষে নানা রকম স্কিলই আপনার কাজে আসবে। তাই সময় টাকে কাজে লাগাতে হবে। ভাতঘুম দেওয়া বন্ধ করে কিছু একটা করতে হবে।
তিনি আরো বলেন, একা একা অনেক কাজ ইচ্ছা হলেও সম্ভব হয়না। অনেক মানুষ একসাথে কাজ করলে অনেক কিছু সম্ভব। তার জন্য একটা সংগঠন দরকার। সংগঠন একটা পরিবার। এখানে অনেকে আসবে যাবে। ১০ বছর আগে পরিস্থিতি যেমন ছিল এখন তেমন নেই। তাদের এক্সপেরিয়েন্স এর সাথে আমাদের মিলবে না তবে তাদের কাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরাও এসেছি গেছি। আমরা যেসব জায়গায় সমস্যা ফেস করেছি সেগুলো শেয়ার করতে পারি। যাতে নবীনরা সে সমস্যায় না পরে।
নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরহাত তাসনিম বলেন, নতুন বাংলাদেশে পরিস্থিতি অনুকূলে না। নানা ধরণের বাধা আমাদের আসছে। তবুও আমরা একটা বৈষম্য হীন বাংলাদেশের প্রত্যাশা করছি। আমরা যদি নিজেদের বদল না করি অন্য কেও কিছু বলদাতে পারবে না। পড়াশোনার পাশাপাশি মানুষের সাহায্য করার একটা সুযোগ টা পাবে এই নবজাগরণ ফাউন্ডেশনের মাধ্যমে। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারবে। যখন তাদের সাথে দেখা হবে তখন একটা অন্যরকম অনুভূতি পাবে। যারা পড়াশোনা থেকে যারা বঞ্চিত তাদেরকে শেখানোর সুযোগ হবে। মানবিকতার বিষয়গুলো তোমরা তাদের শেখাতে পারবে। এছাড়া নিজেদের মধ্যে লিডারসিপের গুণ অর্জন করতে পারবে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক।
আরও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহাত তাসনীম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা কল্পনা রায় ভৌমিক, নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজিব, উপদেষ্টা আদিত্য হাসান শরীফ, মো: খালিদ হাসান, শামীমা আফরোজ, মো. সোহাগ আলী, বারসিক প্রতিনিধি মোছা. তোহরা খাতুন লিলি এবং মো: আতিক প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বিকাশসহ সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে নবজাগরণ ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।