বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য পতন দেখা গেছে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের। সরকারি তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত নভেম্বর মাসে আদানি পাওয়ার তাদের বিদ্যুৎ রপ্তানি প্রায় এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ কমিয়েছে।
জানা গেছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় অবস্থিত ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহকৃত বিদ্যুৎ বকেয়া নিয়ে বিরোধের কারণে হঠাৎ করেই কমানো হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ সরকার এবং আদানি পাওয়ার ২৫ বছরের জন্য বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছিল।
২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত গড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বাংলাদেশে সরবরাহের জন্য নির্ধারিত। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা শেষ এক বছরে দেশের মোট বিদ্যুতের ৯ শতাংশ সরবরাহ করেছে এই কোম্পানি। তবে চলমান বৈদেশিক মুদ্রার সংকটের কারণে বাংলাদেশ বিদ্যুতের মূল্য পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ জানিয়েছে।
ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের আঞ্চলিক কমিটির তথ্য অনুসারে, গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে গত নভেম্বর মাসে বাংলাদেশে ৪৫০ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২.৮ শতাংশ কম। এটি আদানির বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই পরিস্থিতি আদানি এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা তৈরি করেছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং পুনঃআলোচনার আহ্বানের প্রেক্ষাপটে।