ভারতের রাজধানী নয়াদিল্লি এবং বেঙ্গালুরুতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবৈধ অভিবাসনের অভিযোগে ১৫৯ বাংলাদেশি ও ২৪ পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে।
বেঙ্গালুরুর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা জানান, গ্রেপ্তারকৃত সব পাকিস্তানি বেঙ্গালুরুতে বসবাস করছিলেন এবং ১৫৯ বাংলাদেশিকেও সেখান থেকে আটক করা হয়েছে।
একই সঙ্গে নয়াদিল্লিতে ১৭৫ বাংলাদেশিকে অবৈধভাবে বসবাসরত অবস্থায় শনাক্ত করার তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছে এবং বসবাস করছে। অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার সন্দেহ, জাল পাসপোর্ট বা নথি ব্যবহারের অভিযোগে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের মতে, এসব কার্যকলাপ দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
কর্তৃপক্ষ জানায়, কিছু ক্ষেত্রে বিদেশি নাগরিকরা জাল পাসপোর্ট, ভোটার আইডি বা আধার কার্ড তৈরি করে ভারতীয় পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।
চুরি, ডাকাতি এবং মানবপাচারের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও প্রত্যাবাসনের উদ্যোগ জোরদার করেছে পুলিশ। আউটার ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিদের আটক করা হয়।
দিল্লি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, অবৈধ অভিবাসন প্রতিরোধে আউটার ডিস্ট্রিক্ট পুলিশ একাধিক অভিযান পরিচালনা করেছে।
অভিযানে ডিস্ট্রিক্ট ফরেইনার সেল, থানা পুলিশ এবং পুলিশের বিশেষ শাখার যৌথ দল নিবিড় তল্লাশি ও তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেয়। এর মাধ্যমে নয়াদিল্লি ও এর আশপাশে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএস//বিএন