জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নরসিংদী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে আগামী এক বছর।
মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা, সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এ কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: রায়হান তানজিম এবং সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: রাকিব হাসান নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্য পদগুলোতে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাখা হয়েছে এবং উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নরসিংদী অঞ্চলের সব শিক্ষক এবং কর্মকর্তাদের।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাকিব বলেন, ” ‘নরসিংদী স্টুডেন্ট এসোসিয়েশন, জাককানইবি’ নরসিংদী থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য নতুন একটা পরিবার। আমার উপর ভরসা রেখে আমাকে এই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলী ও সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে এসোসিয়েশনকে আরো প্রাণবন্ত ও গতিশীল করার জন্য আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি সকল নতুন প্রজন্মের কাছে একটি সুন্দর এসোসিয়েশন উপহার দিব ইনশাআল্লাহ। ”
উল্লেখ্য, স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নরসিংদী অঞ্চলের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যরনরত নরসিংদী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূল সম্পর্ক বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের গঠনমূলক কার্যক্রমে অংশ নেওয়া এই সংগঠনের মূল লক্ষ্য।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।