নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার জরুরি অবতরণের সময় ৩৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) এই ঘটনা ঘটে।
ফ্লাইটটি ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝপথে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
ফ্লাইটে ২৪৫ যাত্রী, তিনজন পাইলট এবং আটজন ক্রু সদস্য ছিলেন। অবতরণের আগে বিমানের ভেতরে অক্সিজেনের চাপ কমে যাওয়া এবং তিনবার তীব্রভাবে নিচে নামার ফলে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, আসবাবপত্র, খাবার এবং লাগেজ বিমানের আইলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এক যাত্রী জানান, “বিমানের ভেতরে চাপ কমে যাওয়ার পর তীব্র ধাক্কার ফলে আমার মাথা ছাদের সঙ্গে লেগে যায়। ওই মুহূর্তটি ছিল আতঙ্কজনক।”
ফেডারেল এয়ারপোর্ট অথরিটি অব নাইজেরিয়া (ফান) জানায়, চারজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য গুরুতর আহত হন। এছাড়া ২৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য সামান্য আঘাত পান। আহতদের কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং বাকিদের তাৎক্ষণিক সেবা দেয়া হয়।
ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণ খুঁজে বের করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে। তারা এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্তদের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিমানের নিরাপদ অবতরণ নিশ্চিত করার জন্য ফান-এর উদ্ধারকারী দল তাৎক্ষণিক সাড়া দেয় এবং আহতদের চিকিৎসা ও সহায়তা প্রদান করে। বর্তমানে এই ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে।
আরইউএস