দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সাবেক দম্পতি, নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু, তাদের বিচ্ছেদের পর থেকে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সম্প্রতি, নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। এর পর থেকেই তাদের ভক্তদের মধ্যে সামান্থার বর্তমান অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
এমন সময়ে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি বলেন, “অনেকেই মনে করে যে বন্ধুত্ব বা কোনো সম্পর্কের ক্ষেত্রে আদানপ্রদানের একটি সমীকরণ থাকে। তুমি কিছু দেবে, আমি কিছু দেব। তবে বছরের পর বছর ধরে আমি শিখেছি যে ভালোবাসা এমন কিছু যা তুমি শুধু দিয়ে যাবে, কিন্তু অপর পক্ষ থেকে হয়তো কিছুই ফেরত পাবে না।”
তিনি আরও লেখেন, “এটি আদানপ্রদানের সম্পর্ক নয়, বরং যতদিন তুমি আমাকে ভালোবাসা ফেরত না দিচ্ছ, ততদিন আমি শুধু ভালোবেসে যাব। ভালোবাসার প্রকৃত অর্থ ত্যাগ। আমি কৃতজ্ঞ যে কিছু মানুষ আমাকে ভালোবাসেন, কিন্তু আমি হয়তো সেই ভালোবাসা পাল্টা ফিরিয়ে দিতে পারি না।”
সম্প্রতি একটি অনুষ্ঠানে সামান্থাকে দেখে তার ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। পাপারাজ্জিদের ক্যামেরায় তার ছবি ধরা পড়ার পর থেকেই ভক্তরা প্রশ্ন তুলেছেন—সামান্থা কি অসুস্থ? তার চেহারায় এত পরিবর্তন কেন? ওজন এতটা কমে গেল কেন? তবে এসব প্রশ্নের কোন উত্তর দেননি সামান্থা।
এমএ//