সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার (১৪ মে) রাতে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার শিরোপার ক্ষীণ সম্ভাবনা এখনো ধরে রেখেছে তারা। যদিও আগামীকাল (১৫ মে) বার্সেলোনা যদি ওসাসুনার বিপক্ষে জয় পায়, তাহলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের।
ইনজুরিতে জর্জরিত রিয়ালের জন্য পূর্ণ শক্তির একাদশ গঠন করাই হয়ে উঠেছিল চ্যালেঞ্জ। তারপরও এমবাপ্পে ও এন্ড্রিকের নেতৃত্বে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্বাগতিক দল। কিন্তু ম্যাচের ১১ মিনিটেই মার্টিন ভালেন্টের গোলে এগিয়ে যায় মায়োর্কা। ডি-বক্সে নেয়া শট রুখতে ব্যর্থ হন রিয়ালের গোলরক্ষক।
গোল হজমের পর রিয়াল আক্রমণের ধার আরও বাড়ায়। তবে প্রথমার্ধে মায়োর্কার গোলরক্ষক রোমানের দুর্দান্ত সব সেভে গোলশূন্য থাকে রিয়াল।
দ্বিতীয়ার্ধে এসে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৮তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে দলকে সমতায় ফেরান। এই গোলের মাধ্যমে লা লিগায় এবারের মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়ায় ২৮টিতে; সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০।
শেষ মুহূর্তে যখন ড্র মনে হচ্ছিল, তখনই বদলে যায় দৃশ্যপট। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের তরুণ ডিফেন্ডার রামন জয়সূচক গোলটি করে ম্যাচে নাটকীয় মোড় এনে দেন। এটি ছিল তার মাত্র দ্বিতীয় ম্যাচ সিনিয়র দলে।
এই জয়ের ফলে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২, তাদের খেলা ম্যাচ ৩৫টি।