নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘রিইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়নশিপ’ এর আয়োজন করে বিদ্যালয়টির একদল সাবেক শিক্ষার্থী। শুক্রবার (১৪ জুন) সকাল ৭ টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ সিজনের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
জানা যায়, এসএসসি ব্যাচ ভিত্তিক এই টুর্নামেন্টে এবছর সর্বমোট ১৭ টি ব্যাচ রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যাচ হিসেবে আছে এসএসসি-২০০২ এবং সর্বকনিষ্ঠ ব্যাচ হিসেবে আছে এসএসসি-২০২৪। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য ব্যাচগুলো হলো: ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩।
উদ্বোধনী ম্যাচে ২০১৮ ও ২০২০ ব্যাচের মধ্যে ০-০ গোলে ড্র হয়।
এর আগে, ১৩ জুন বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি আনন্দ র্যালি করে সাবেক এই শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা তাদের স্ব স্ব ব্যাচের পতাকার পাশাপাশি বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে শো-ডাউন করে বলে জানা যায়।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জায়েদুর রহমান বলেন, ‘ আমি নিজেও একজন খেলাধুলা প্রেমী মানুষ। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রতিটি মানুষেরই সুস্থতার জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমি তাদের সাধুবাদ জানাই।’
আবু উবায়দা
নাটোর জেলা প্রতিনিধি