মৌলভীবাজারের কুলাউড়ার জনসাধারণ মশাল মিছিলে গর্জন “আমরা অবিচার চাই না, ন্যায়বিচার চাই” মেধাবী শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুম -এর নির্মম হত্যাকাণ্ড এখন শুধু একটি মামলার সীমায় নেই—এটি হয়ে উঠেছে ন্যায়বিচার ও গণআন্দোলনের প্রতীক ।
শনিবার (৫ জুলাই) রাতে কুলাউড়া শহরে অনুষ্ঠিত হয় এক বিক্ষুব্ধ মশাল মিছিল । যেখানে মুখরিত হয় একটাই স্লোগান— আঞ্জুম হত্যার বিচার চাই, দোষী জুনেলের ফাঁসি চাই।
এই হত্যাকাণ্ডের রহস্যজনক ধীর তদন্ত ও দায়ী গ্রেপ্তার জুনেলের বিচারের উদাসীনতা নিয়ে শিক্ষার্থী সচেতন নাগরিক ও সাধারণ মানুষ গভীর হতাশা ও ক্ষোভে ফেটে পড়েছে।
উক্ত মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, তদন্তের নামে সময়ক্ষেপণ, প্রভাবশালীদের চাপ, আর পুলিশের নিরবতা সবকিছুতেই মনে হচ্ছে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা তা হতে দেব না।
নাফিসা কুলাউড়ার এক শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা এক মেধাবী ছাত্রী ছিলেন। তার অকাল মৃত্যু পুরো উপজেলাকে স্তব্ধ করে দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ— নাফিসা হত্যাকারী জুনেলের পেছনে প্রভাবশালী একটি চক্র হয়েছে , জুনেল কে রক্ষা করার জন্য । বিচারের পথ রুদ্ধ করতে চাইছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আমরা রাস্তায় নামছি , ঢাকায় যাব, সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব। কিন্তু নাফিসার জন্য ন্যায়বিচার আদায় না করে থামব না, ঘরে ফিরে যাবে না ।