ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন। আজ রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি বলেন, “ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিসেরও রোগী তিনি। বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিলো না। বাসাতেই চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছিল। আজ হঠাৎ করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি।”