দীপ্তি চৌধুরী নায়িকা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন সিনেমার জন্য নায়িকা খুঁজছিল, এবং প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজের প্রথম পছন্দ ছিলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তবে দীপ্তি এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়ে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।
এ বিষয়ে এক গণমাধ্যমকে আব্দুল আজিজ বলেন, “আমরা নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প এবং স্ক্রিপ্টের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সিনেমাটির জন্য নতুন মুখের সন্ধান করছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম, কিন্তু তিনি এই মুহূর্তে অভিনয় করতে রাজি নন। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হবে, যা দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।”
সম্প্রতি দীপ্তি চৌধুরী একটি টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ আলোচক হিসেবে অংশ নেওয়ার সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হন।
আলোচনার একপর্যায়ে বিচারপতি মানিক ক্ষিপ্ত হয়ে দীপ্তির ওপর রাগ প্রকাশ করেন এবং অনুষ্ঠান শেষে তাকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দীপ্তির ধৈর্য এবং ভদ্র আচরণ সকলের প্রশংসা কাড়ে।
এমএ//