চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় হিজড়া খালে পড়ে নিখোঁজ ছয় মাসের শিশু সেহরিশকে উদ্ধারে এখনও অভিযান চলছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শিশুটিকে কোলে নিয়ে তার মা ও দাদি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। চালক অটোরিকশাটি ঘোরাতে গিয়ে সেটি খালে পড়ে যায়। মা ও দাদি উঠে এলেও শিশুটির এখনো খোঁজ মেলেনি।
সেহরিশের পরিবার নগরের আছদগঞ্জ এলাকার বাসিন্দা। তারা চকবাজারে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, খালটির পাশে কোনো নিরাপত্তাবেষ্টনী ছিল না। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলায় নিরাপত্তাবেষ্টনী খুলে রাখা হয়েছিল। ফলে দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করছেন। রাত তিনটা পর্যন্ত তল্লাশি চালানোর পর আজ সকাল সাতটা থেকে আবার উদ্ধার কাজ শুরু হয়েছে। ১৪ ঘণ্টা পার হলেও শিশুটিকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন শিশুটিকে উদ্ধারে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত খালের পাশে নিরাপত্তাবেষ্টনী স্থাপন করা হবে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে।