সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ভারতে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটকের খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং ওয়েবসাইট রিউমর স্ক্যানার।
সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছিল, নিজাম হাজারী অবৈধভাবে ভারতের আধার কার্ড সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো ভারতীয় বা বাংলাদেশি গণমাধ্যমে এমন ঘটনার নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামীম জানিয়েছেন, এমন কোনো গ্রেপ্তারের তথ্য তার জানা নেই। কোনো কিছু পরবর্তীতে জানা গেলে তা অবগত করা হবে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, নিজাম হাজারীকে আটকের বিষয়ে কোনো তথ্য নেই।
গত ১২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় নিজাম হাজারীর ব্যক্তিগত সহকারী ফরিদ মানিককে আটক করা হয়েছিল।
ফ্যাক্টচেকের মাধ্যমে নিজাম হাজারীর আটকের খবর মিথ্যা প্রমাণিত হলেও, তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, নিজাম হাজারীকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটকের দাবি ভুয়া ও ভিত্তিহীন।
আরইউএস