যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেছেন, হলকে নিজের ঘর ভাবলে হলে থাকা আনন্দময় হয়ে উঠবে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হলের ডাইনিং কক্ষে অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এছাড়াও এ দিন উক্ত হলের রিডিং রুম, গেমস রুম এবং হলের ৬ষ্ঠ ও ৭ম তলার উদ্বোধন করা হয়।
মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, পরিবহন প্রশাসক, আইসিটি সেলের পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অভিভাবক হিসেবে এই হলকে আরো বেশি পরিবেশবান্ধব এবং বাসযোগ্য করে গোড়া তোলার জন্য আমরা সকল ধরনের ব্যাবস্থা গ্রহণ করব। আমি যতদিন থাকবো আমার একটাই চাওয়া আমার শিক্ষার্থীরা যাতে ভালো পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবন কাটাতে পারে।