নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় উৎপল রায় (৬২) নামে এক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা সাহাপাড়া এলাকার শংকর সাহার মালিকানাধীন ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে উৎপল রায়কে গলাকেটে হত্যা করে।
উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক ছিলেন। তার দুই ছেলে ছিল, এক ছেলে প্রবাসী এবং অন্য ছেলে পেশায় ডাক্তার, যার নাম উজ্জ্বল কুমার রায়।
উজ্জ্বল কুমার রায় জানান, তাদের বাসায় বন্দর এলাকার এক কাজের মহিলা আসেন। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই মহিলা বাসায় ঢোকেন এবং সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বের হন। রাত সাড়ে ৯টায় উজ্জ্বল বাসায় এসে দেখেন দরজা ভেতর থেকে লক করা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন তার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসিরউদ্দিন জানান, হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।