ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ নতুন বছরে আয়োজিত হতে যাচ্ছে “বিল্ডিং দ্য স্পার্ক: টিম বিল্ডিং ইভেন্ট”। নিটার ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ইভেন্টটির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করা, ক্লাবের সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন অটুট রাখা।
গত নভেম্বরে নিটার ক্যারিয়ার ক্লাব সফলভাবে জাতীয় প্রতিযোগিতা “স্পার্ক ট্যাঙ্ক’২৪” আয়োজন করেছিল, যা নিটারের শিক্ষার্থীদের মধ্যে বিপুল সাড়া ফেলে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ক্লাবের কার্যক্রম আরো সুনিপুণ করতে নতুন বছর শুরু হচ্ছে “বিল্ডিং দ্য স্পার্ক” ইভেন্টের মাধ্যমে।
এ ইভেন্টে শিক্ষার্থীদের জন্য থাকছে নানা ধরনের আকর্ষণীয় কার্যক্রম। পুরো দিনজুড়ে অনুষ্ঠিত হবে বিভিন্ন চমকপ্রদ খেলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন দলগত কার্যক্রম। ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকছে নাস্তার আয়োজন। এছাড়াও বিজয়ীদের জন্য বিশেষ গিফট ভাউচার ও থাকছে। এই ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা বিনোদনের পাশাপাশি শিখতে পারবেন দলগতভাবে কাজ করার কৌশল।
নিটার ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভেন্টটির রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে এবং বিস্তারিত তথ্য ক্লাবের অফিশিয়াল অনলাইন পেইজে প্রকাশ করা হবে।
ক্লাবের নেতৃবৃন্দ আশা করছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ এ ইভেন্টকে সফল করে তুলবে এবং ক্লাবের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
আয়োজকদের ভাবনা, এ ধরনের আয়োজন নিটার ক্যাম্পাসে শিক্ষার্থীদের শুধু উৎফুল্ল ই করবে না বরং তাদের নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ করার দক্ষতা, জটিল সমস্যা সমাধানের দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নিটার ক্যারিয়ার ক্লাবের নতুন বছরের প্রথম আয়োজন “বিল্ডিং দ্য স্পার্ক”