ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অন্তর্ভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নিটার সাংবাদিক সমিতির (নিসাস) চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) নিটার কনফারেন্স রুমে এই কমিটি প্রকাশ করা হয়। নিটার সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ফাহিম আলম এই কমিটির ঘোষণা করেন।
নিটার সাংবাদিক সমিতির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রসেনজিৎ সেন (লেকচারার,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), কো-মডারেটর হিসেবে রয়েছেন মোঃ রেদওয়ানুল ইসলাম (লেকচারার, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং)। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো: রুবায়েত রশিদ (১১তম ব্যাচ), সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন নবনীতা ঘোষ স্বপ্নীল (১১তম ব্যাচ), সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন লাবিবা সালওয়া ইসলাম (১২তম ব্যাচ)।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মিঠুন দাস মিঠু (১২তম ব্যাচ), দপ্তর সম্পাদক পদে দায়িত্বে আছেন সিফার হায়দার শিবিব (১২তম ব্যাচ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোবাশ্বির রফিক (১২তম ব্যাচ),
সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাবরিন ইমন (১৩ম ব্যাচ), যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে কাজ করবেন উম্মে জান্নাত জেসি (১৩তম ব্যাচ), কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন নাফিস ইরাম (১২তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে থাকবেন আরাফাত কাদির মাহিন (১৩তম ব্যাচ), এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে থাকবেন শামীমাতুস সাবাহ্ মুগ্ধ (১৩তম ব্যাচ)।
কার্যনির্বাহী সদস্য পদে থাকছেন অপরাজিতা অর্পা (১৩তম ব্যাচ), আবিদা সুলতানা এশা (১৩তম ব্যাচ), লতিফুর রহমান লিহাদ (১৩তম ব্যাচ), এবং এম.এম মোহতাসীম শাহরিয়ার (১৩তম ব্যাচ)।
সাংগঠনিক সদস্য পদে দায়িত্ব পালন করবেন তাসমিয়া নওশিন দীপিতা (১৩তম ব্যাচ), সামিহা জান্নাত সামি (১৩তম ব্যাচ), অঙ্কিতা পোদ্দার তিথি (১৩তম ব্যাচ), এবং আফরোজা আলম তানি (১৩তম ব্যাচ)।
সত্য এবং ন্যায়ের পথে সর্বদা কাজ করা নিসাসের এই কমিটিকে অন্যান্য ক্লাবসমূহ সাধুবাদ জানিয়েছেন।