আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে অন্তর্জালে এসেছে ‘ইনসাফ’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। রক্তমাখা হাতে একটি কুড়াল। কুড়ালেও লেগে আছে রক্তের দাগ, যেটির ট্যাগলাইন হিসেবে লেখা রয়েছে-‘ইনসাফ’ কাগজে নয়, রক্তে লেখা হয়’।
এরপর দ্বিতীয় পোষ্টারে উন্মোচিত হয় প্রথম পোস্টারের সেই হাতটি কার, যেখানে রক্তাক্তরূপে দেখা গেছে শরীফুল রাজকে।এর আগে এই অভিনেতাকে এভাবে দেখা যায়নি। দীর্ঘদিন চুপিসারে থাকার পর আড়াল ভেঙে ভিন্নরূপে হাজির হলেন দর্শকের সামনে। ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া শরিফুল রাজকে সবশেষ দেখা গেছে ‘ওমর’ সিনেমাতে। এরপর আর তাকে দেখা যায়নি কোন সিনেমায়। এবার তিনি আসছেন ঈদে ‘ইনসাফ’ করতে।
ইনসাফ’এর নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, সিনেমাটির কাজ পুরোদমে চলছে। আগামী মাসের শুরু থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
‘ইনসাফ’-এ শরিফুল রাজ ছাড়াও থাকছেন মোশাররফ করিম, তিনি হাজির হবেন নেতিবাচক চরিত্রে।
রাজের সঙ্গে এতে জুটি হয়েছেন তাসনিয়া ফারিণ।