প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। তবে নির্বাচনের নির্ধারিত তারিখ নির্বাচন কমিশনই ঘোষণা করবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষা খাতের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, স্কুল-কলেজে বদলি ও পদোন্নতিতে ঘুষ লেনদেন বন্ধ করে এই খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। পুরো শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিক্ষা কমিশন গঠনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সরকার ইতোমধ্যে শিক্ষা খাতে আধুনিকায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নবম ও দশম শ্রেণির পাঠ্যবই পরিমার্জন করে আধুনিক মানের করা হবে।
তিনি আরও জানান, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নাম পরিবর্তন করে শুধুমাত্র ইউনিভার্সিটি কমিশন করা হবে। আইসিটি শিক্ষা বিশ্বমানের করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ পূর্ববর্তী সরকার অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিনিয়োগ করলেও শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি।