নির্বাচনের আগের রাতে সুনামগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, পটুয়াখালী, লালমনিরহাট, ফেনী ও চট্টগ্রামে একটি করে এবং গাজীপুর, ময়মনসিংহ, খুলনা ও বরগুনায় দুটি করে ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে।
এবং সন্ধ্যার পর হবিগঞ্জ, সিলেট ও মাদারীপুরে বেশ কয়েকটি ভোটকেন্দ্রের বাইরে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে থাকেন। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
এ ছাড়া গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।