ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির হয়ে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। নির্বাচনে জিতলে বলিউড ছাড়বেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, যদি মাণ্ডি আসন থেকে তিনি জয়ী হন তাহলে কি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি ধীরে ধীরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে আসবেন? জবাবে কঙ্গনার সাফ কথা, ‘হ্যাঁ অবশ্যই।’ তিনি আরো বলেছেন, ‘একাধিক চলচ্চিত্র নির্মাতা আমায় বলেছেন- আমি একজন ভালো অভিনেত্রী। আমি যেন অভিনয় না ছাড়ি।’
উল্লেখ্য,লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে গত ১৪ মে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কঙ্গনা রানাওয়াত। তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং। এরমধ্যে হলফনামা জমা দিয়েছেন অভিনেত্রী।