১১২ বছর আগে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে এখনো মানুষের আগ্রহের কমতি নেই। টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর ব্যবহৃত সোনার ঘড়িটি গত শনিবার (২৭ এপ্রিল) নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ঘড়িটি নিলামে তোলে ইংল্যান্ডের উইল্টশায়ার শহরের হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন ইন ডেভাইস নামের একটি প্রতিষ্ঠান।
জানা যায়,ঘড়িটির মালিক ছিলেন মার্কিন ধনকুবের জন জ্যাকব অ্যাস্টর। ১৯১২ সালে যখন টাইটানিক জাহাজ ডুবে যায়, তখন বহু যাত্রীর সঙ্গে তিনিও প্রাণ হারান। অ্যাস্টর মারা গেলেও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মেডেলিন বেঁচে যান। ঘড়িটি তার কাছেই ছিল। যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিগত সংগ্রাহক ১২ লাখ পাউন্ডে ঘড়িটি কিনে নিয়েছেন।বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ কোটি টাকা।
অ্যালড্রিজ সিএনএনকে বলেন, ‘ইতিহাসের এই অনন্য পণ্যগুলোর জন্য এই দাম কেবল তাদের গুরুত্বকেই প্রতিফলিত করে না বরং টাইটানিকের গল্পের প্রতি চলমান আগ্রহ এবং স্মৃতিগুলোকে প্রতিফলিত করে।’