২০২৪ এর জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের ১৭২ জন ও অজ্ঞাত ৩০০/৪০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
গতকাল আশুলিয়া থানায় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ইংরেজি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মো ফেরদৌস রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় এ মামলা করেন। আশুলিয়া থানার দায়িত্বরত ইন্সপেক্টর (তদন্ত) মো কামাল হোসেন ও অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মো নূর আলম সিদ্দিকী এ মামলা গ্রহণ করেন। মামলা নম্বর ৩০। মামলার বাদী টাঙ্গাইলের ভূয়াপুর থানার রাউৎবাড়ি এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আাবাসিক শিক্ষার্থী।
মামলায় জাবি শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচের সাবেক শিক্ষার্থী আখতারুজ্জামান সোহেলকে প্রধান আসামি , তৎকালীন শাখা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে ০২ নম্বর, ৪২ ব্যাচের শিক্ষার্থী রতন বিশ্বাস এবং শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী এনামুল হক এনামকে ০৪ নম্বরসহ ১৭২ জন এবং ৩০০/৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহারে বলা হয়, বেআইনিভাবে সংঘবদ্ধ জনতাকে আটক করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ জনতাকে গুরুতর জখম, হুমকি প্রদান, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার অপরাধ বিবেচনায় এ মামলা গ্রহণ করা হয়েছে।
মামলার এজহারে জানানো হয়, “১৪ জুলাই একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকার বলে অভিহিত করলে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। সেসময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলের উপর শাখা ছাত্রলীগ হামলা করে। এ হামলায় চার শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছিলেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার। পরবর্তীতে হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হলে শিক্ষার্থীরা ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।তখন এসব স্লোগান ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিবাদী কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে ১৫ জুলাইয়ে সন্ধ্যায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। ”
জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য প্রমান সংগ্রহ সেলের প্রধান মোঃ আফফান আলী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও প্রশাসনের সম্মিলিত বর্বর হামলায় সাধারণ ছাত্রছাত্রী, সাংবাদিক ও শিক্ষকদের মারাত্মক আহত করা হয়, এই হামলায় যুক্ত প্রত্যেক সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বদ্ধপরিকর, তারই প্রেক্ষাপটে আজ জাবি ছাত্রদল জুলাই আন্দোলনে হামলাকারীদের নামে মামলা করে। আমরা আশা করি, প্রশাসন ও নির্যাতিতরা মামলার জন্য প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ সংগঠনটির সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে ভূমিকা নিবে। তবে নিরপরাধ কেউ ভুলক্রমে মামলায় আসামি হয়ে থাকলে আমরা তার নাম প্রত্যাহার করবো।”
আফনান আরও জানান, “আমরা পর্যায়ক্রমিকভাবে জুলাইয়ে আন্দোলনরত সকল হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো। এটা কেবল শুরু। আমরা এরপর হামলার সাথে জড়িত শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা করবো। ”
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, ’ছাত্রদলের মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ একাধিক শিক্ষার্থী মামলা করতে চাইলে কেন গ্রহণ করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, ’এর আগে মামলা গ্রহণ করা হয়নি। তবে এখন থেকে সকলের মামলা গ্রহণ করা হবে।’